মন ভোলানো ভারি সহজ
মন ভোলানো ভারি সহজ,
যদি হয় মানুষের মন,
দু'বেলা যত্ন কর খাইয়ে দাইয়ে,
মিষ্টি করে কথা বলো অহর্নিশ,
দুঃখের কাঁদুনি গাইতে বসে যদি,
হয়ে যাও মনোযোগী শ্রোতা।
একটা সকাল তার সাথে হাঁটতে যাও,
মাঠের শেষে তালগাছ অব্দি,
ঘুরে এসো তার সাথে।
ভোরের নরম হাওয়ায়,
মনখানা একেবারে গ্লানিহীন থাকে।
এইবেলা শুনে নাও নির্ঘুম রাতগুলো,
ওষুধ ছাড়া তার চলে না মোটেই।
ঘর-সংসার যেন পাওনাদারের ভীড়,
কতো শ্বাস - নিশ্বাস অব্যাক্ত হাহাকার,
সব শুনে হয়ে যাও মমতার হাত,
দীর্ঘশ্বাসে ভরা মাথার ওপর।
মন ভোলানো ভারি সহজ,
যদি হয় মানুষের মন।
একবার তার সুখে প্রানখুলে হাসো,
তার ছেলে পাশ দিলো, শুভেচ্ছা দাও,
একবেলা তার সাথে মসজিদে যাও,
রবের শোকর মাঝে তাকে তুমি বাঁধো,
অজান্তে হয়ে যাও আত্মার আপন,
মন ভোলানো ভারি সহজ,
যদি হয় মানুষের মন।
তার ঘরে জ্বরা, ব্যাধি, অসুখের বাস,
এইবার হয়ে যাও মস্ত সেবক,
ওষুধ - পথ্য দাও, রাত জেগে সেবা,
তোমাকেই ভাববে সে সবচে আপন।
এতকাল তার মনে হিংসা যা ছিলো,
দেখবে নিমেষে তা হয়েছে উধাও,
মানুষের মন জুড়ে শত্রুতা যত,
ধুয়ে যায়, মুছে যায় ভালোবাসাতেই।
মানুষকে জয় করা ভীষণ সহজ,
মানুষ রবের বড়ো আদোরের হয়।
মানুষকে জয় করা ভীষণ সহজ,
মানুষের মাঝে আছে রবের বিজয়।
আল্লাহর অবাধ্য, অভিশাপে ভরা,
মানুষের সবচেয়ে বড়ো শত্রু,
সেবা, যত্ন কি'বা মিষ্টি আলাপ,
কোনো কিছুতেই তাকে যাবে না ভোলানো।
ভীষণ শক্তিধর, পাপের আকর,
তার থেকে বাঁচবার একটাই পথ,
প্রতিপালকের প্রতি নিবেদিত প্রাণ,
তাঁরই শুভ আশ্রয়ে জীবন যাপন।