আন্তর্জাতিক ডেস্ক। চীনে উইঘুর মুসলমানদের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়নের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংসহ শীর্ষ নেতাদের সরাসরি সংশ্লিষ্টতা থাকার বিষয়টি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া নতুন নথিটিকে ‘জিনজিয়াং পেপারস’ নাম দেওয়া হয়েছে। বিবিসি, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ওই নেতাদের আহ্বানই দমন-পীড়ন অভিযানের পথ প্রশস্ত করছে বলে নথি থেকে ইঙ্গিত পাওয়া গেছে।
জানা গেছে, ফাঁস হওয়া নথিগুলো গত সেপ্টেম্বরে ‘উইঘুর ট্রাইব্যুনাল’ নামে যুক্তরাজ্যের একটি স্বাধীন ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছিল। তখন ‘শিনজিয়াং পেপার’ নামে পরিচিত ওই নথি সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। উইঘুরদের জোরপূর্বক বন্দি করে রাখা, গণবন্ধ্যাকরণ, চীনা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আত্তীকরণের নামে ‘পুনঃশিক্ষা দেওয়া’ এবং আটক উইঘুরদের শ্রম দেওয়ার জন্য বাধ্য করার মতো দমন-পীড়নের উল্লেখ রয়েছে নথিতে।
সময় জার্নাল/আরইউ