প্রযুক্তি ডেস্ক: কম্পিউটারে বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় অ্যাপটির বিভিন্ন স্টিকার ব্যবহারের সুযোগ পাওয়া যায় না। তবে পূর্বে তৈরি থাকা স্টিকার ব্যবহারের চেয়েও দারুণ সুবিধা যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েবে। আর সেটি হলো, ব্যবহারকারীরা নিজেরাই স্টিকার তৈরি করে শেয়ার করতে পারবেন। খবর এনগ্যাজেটের
আগামী সপ্তাহের মধ্যেই হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপেও ফিচারটি আসছে। এই ফিচারটির মাধ্যমে স্টিকার সংযুক্ত করা এবং ছবি আপলোড করে এডিট করা যাবে।
ছবির উপর ইমোজি কিংবা টেক্সট বসানো, ছবি ক্রপ করা, ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা এমনকি এর উপরে বিদ্যমান হোয়াটসঅ্যাপ স্টিকারও বসানো যাবে।
মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে এটি বেশি কাজে দেবে না। যারা ডেস্কটপে অধিকাংশ সময়ে মেসেজ আদান-প্রদান করেন তাদের ক্ষেত্রে এটি সহায়ক হবে। এছাড়া ডিজিটাল আর্টিস্ট এবং যার হাতের আঙ্গুলের পরিবর্তে মাউস দিয়ে ছবি সম্পাদনা করতে পছন্দ করেন তাদের জন্য এটি বিশেষভাবে সহায়তা করবে।
এমআই