সময় জার্নাল প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লক্ষ্যে নিয়োগ পরীক্ষা শুক্রবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজধানীর কাকরাইলের উইলস লিটন ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০৯টি পদের বিপরীতে ১৪ হাজার ১ শত ৭৯ জন নার্স চাকুরীর জন্য আবেদন করেন। ১৩ হাজার ৭ শত ৬৮ জন নিয়োগ পরীক্ষার্থীর আবেদন বৈধ বলে গণ্য হয়। তাদের মধ্যে ১২ হাজার ৬ শত ৯০ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফল আজ শুক্রবারই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করার কথা রয়েছে।
এদিকে সকালে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম পরির্দশ করে সন্তোষ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইফতেখার আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম, নার্সিং সুপারিনটেডেন্ট (সেবা-তত্ত্বাবধায়ক) সন্ধ্যা রানী সমাদ্দার, উপ রেজিস্ট্রার (নার্সিং) মোঃ আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ