রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাটে এক অসহায় নারীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ভুক্তভোগী নারী আনজিনা বেগম লিখিত বক্তব্য পেশ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার নামের ৩৫ শতক জমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রাকিনুল হক চৌধুরী ছোটনের নেতৃত্বে অন্যের কাছে ক্রয় করার কথা বলে দখল করে নিচ্ছে। উক্ত জমিতে মাটি ভরাটসহ গৃহ নির্মাণের কাজ চলমান রেখেছে ওই ছাত্রলীগ নেতা। থানা পুলিশ, আইন আদালত করেও জোড় পুর্বক জমি দখল প্রতিরোধ করতে পারছেন না বলে জানান আনজিনা বেগম। এ অবস্থায় জমি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
এসময় আনজিনার কাছে জমি বিক্রয়কারী বীর মুক্তিযোদ্ধা মেহের উদ্দিন জানান, আমি দীর্ঘদিন এ জমি ভোগ দখল করে ২০১৭ সালে আনজিনা বেগমের নিকট বিক্রয় করেছি। আমার নামে সকল রেকর্ড, খারিজ থাকা অবস্থায় আনজিনা বেগমের কাছে বিক্রয় করি। বর্তমান রেকর্ডও আনজিনার নামে রয়েছে। সেই জমি কিভাবে তারা দখল করে তা ভেবে আমি অবাক হই।
সংবাদ সম্মেলনে আনজিনা বেগমের স্বামী মিজানুর রহমান মিজু, তার শশুড় বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিন, শাশুড়ি আনোয়ারা বেগম, আনজিনার নিকট জমি বিক্রয়কারী বীর মুক্তিযোদ্ধা মেহের উদ্দিনসহ পরিবারের অন্যান্য সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর