সেলিম আহমদ তালুকদার,সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লার হিন্দু পল্লীতে লুটপাট ও হামলার প্রধান আসামী শহীদুল ইসলাম স্বাধীনের ৫ দিনের ও অন্যান্য আসামীদের ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহার আদালতে রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসামীদের আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল বাশার প্রধান আসামির জন্য ১০ দিনের ও ও ২৯ জনের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত মামলার শুনানী শেষে প্রধান আসামীর ৫ ও ২৯ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, নোয়াগাও গ্রামের যুবক ঝুমন দাস আপর হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামোনুল হক কে ফেইসবুকে কূটোক্তির অভিযোগ কে কেন্দ্র করে গত ১৭ মার্চ সকালে নোয়াগাও গ্রামের হিন্দু পল্লীতে ব্যাপক ভাঙ্গচুর ও লুটপাট চালায় হেফাজত সমর্থকরা। এতে ৮৯ টি পরিবারের বসতঘর ও ৭টি পারিবারিক মন্দির ক্ষতিগ্রস্থ হয়।
এঘটনায় শাল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি ও গ্রামের বাসিন্দা হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ বকুল বাদী
হয়ে শাল্লা থানা আরও একটি মামলা দায়ের করেন।
সময় জার্নাল/এমআই