আন্তর্জাতিক ডেস্ক। এবার নেপালেও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। সেখানে দুজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
সোমবার নেপাল সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের দুটি কেস শনাক্ত করেছে নেপাল। এর মধ্যে একজন ৬৬ বছর বয়সী এক বিদেশি নাগরিক। গত ১৯ নভেম্বর নেপালে এসেছিলেন তিনি।
ওই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে এমন এক ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গেছে। তার বয়স ৭১ বছর।
তবে ওই দুই ব্যক্তি কোন দেশের নাগরিক, তা জানায়নি নেপাল সরকার।
নেপাল সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দুই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এদিকে আরও অন্তত ৬৬ জন ওই দুই ব্যক্তির সংস্পর্শে এসেছেন বলে জানা গেছে। তাদেরকে শনাক্ত করা হয়েছে। তবে তারা সকলেরই করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।
সম্প্রতি ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় আফ্রিকার আটটি দেশ এবং হংকং থেকে ভ্রমণকারীদের নেপালে প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটি।
সময় জার্নাল/আরইউ