শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউপি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে আবারো চেয়ারম্যান হতে চান চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত।
নির্বাচনকে কেন্দ্র করেই প্রার্থীদের গণসংযোগ, প্রচার-প্রচারনা আর উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ইউনিয়নবাসীর তথ্য মতে, জীবনে অনেক চড়াই উৎরাই পার করে বিগত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন আবু সাঈদ নেওয়াজ নিশাত। পূর্বের অভিজ্ঞতা তার কম নয়। ইতিমধ্যে অনেকের কাছে বিশ্বাস ও আস্থা অর্জন করেছে তিনি।
সরকারের দেওয়া সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। সেই সাথে সরকারের বরাদ্দকৃত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন তিনি। এছাড়াও বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের থেকে তিনি সম্মাননা পুরুস্কার জিতেছে কয়েকবার।
চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত সমস্ত সুযোগ সুবিধা ও নিজস্ব জায়গা থেকে ইউনিয়নবাসীকে সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি।
রাস্তা ঘাটের বেহাল দশা ছিলো তা থেকে ইউনিয়নবাসীর উত্তোরণ ঘটাতে অক্লান্ত চেষ্টা ও পরিশ্রম করেছি। বয়স্ক-বিধবা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও শিশু ভাতা গরিব মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি।
আমার বিশ্বাস, জনগণ আমাকে আবারও তাদের বিশ্বাস অর্পণ করবেন। আমার যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আবার নির্বাচিত করে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিবেন।
সময় জার্নাল/এলআর