এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মাঝিপাড়া এলাকায় বহু প্রতীক্ষিত একটি অবহেলিত সড়কের উন্নয়নকাজ অবশেষে শুরু হয়েছে। প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের এই সড়কটি সংস্কারে প্রায় ৫২ লাখ টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে 'সেবা কনস্ট্রাকশন' নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
শনিবার (১১ মে) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা। এ সময় স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনেক বছর ধরেই রাস্তাটি ছিল বেহাল অবস্থায়, যা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদায় ডুবে পথ চলা যেন দুর্বিষহ হয়ে উঠত।
এলাকাবাসীরা জানান, “এই রাস্তা দিয়ে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী, কৃষক—সবাই চলাচল করেন। এতদিন সঠিক উদ্যোগ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী।”
এনামুল হক মোল্লা বলেন, “এই রাস্তাটি শুধু বরকুলের নয়, আশপাশের বহু মানুষের জীবনের সাথে জড়িত। সঠিকভাবে কাজ শেষ হলে এটি হবে উন্নয়নের একটি উদাহরণ।”
উল্লেখ্য, সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সড়কটির নির্মাণ কাজ চলছে, এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।