বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন হজকিনস লিম্ফোমায় আক্রান্ত ১২ বছর বয়সী রোগী শ্রাবণ সানালকে চিকিৎসাসেবার জন্য ১ লাখ টাকা অনুদান দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। রোগীর গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুঘাট এলাকায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সালাহ্ উদ্দিন শাহ এর তত্ত্বাধানে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপাচার্য মহোদয়ের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নিজ হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১ লাখ টাকা অনুদান উক্ত বিভাগের কাছে হস্তান্তর করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডা. মোঃ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, মাননীয় উপাচার্য মহোদয়ের পিএস-২ জনাব দেবাশীষ বৈরাগী, মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান মহোদয়ের পিএ মোঃ মনিরুজ্জামান মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার প্রতীক। তাঁর নেতৃত্বে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটেছে। দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি বিশ্বের মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রসারের সাথে সাথে এদেশের মানুষের চিকিৎসাসেবার সুযোগ অবশ্যই নিশ্চিত হবে বলে জানান বিএসএমএমইউ’র উপাচার্য।
সময় জার্নাল/ইএইচ