ভয় যদি পাই'
আমাদের রোজ ঘুম ভেঙে যায় রাত্রি আধেক হলে,
রাতজাগা পাখি চিৎকারে কাঁদে কতো ছলে, কৌশলে।
মাঝরাত্তিরে কেঁদে ওঠে শিশু মায়ের কলিজা ধরে,
সিনায় লেপ্টে সাহস কুড়ায় রাত্রির ঘুম ঘোরে।
নিত্য বাতাস আঁধার ঘনালে জীবন্ত হয়ে নাচে,
গল্প কথার অশরীরী প্রাণ শরীরের রূপে বাঁচে।
নিরীহ গাছের পাতার দুলুনি রহস্যে ভরে যায়,
গা ছমছমে পথ ধরে আসে গল্পের হাতেম তাঈ।
চালের ওপর শিশির কণার টুপটাপ ছন্দে,
মনে হয় যেন পরীর নুপুর বকুলের গন্ধে।
নীলাকাশ থেকে তারা খসে পড়া, আগুনের গোলা নয়তো?
আগুন ঝুড়িতে আদ্যিকালের ডাইনী চলেছে হয়তো।
একবার যদি চোখে পড়ে যায়, কি ভিষণ কান্ড!
টুপ করে ধরে ঝোলায় লুকিয়ে ভরবে সে ভান্ড।
সারাদিন কত ঝড় বয়ে যায় কানে তো যায়না শোনা,
রাত্রি হলেই ফিসফিস যতো বাতাসের গায়ে বোনা।
জানালার ধারে কতো কথা বলে, কতো ষড়যন্ত্র!
আমাদের মনে ভাঙন ধরাতে কত কি যে মন্ত্র।
আমরাও তাই চোখ কুচকিয়ে মিটমিট করে দেখি,
কেউ যদি আসে শত্রুর আভাসে দেখবে ঘুমিয়ে, একি!
জাগবো না মোটে, নিজ বিছানায় টানটান হয়ে রবো,
ভয় যদি পাই আল্লাহর কাছে গোপনেই সব কবো।
যত দোয়া আছে, সাহসের চাবি মনের গভীরে রাখা,
এক এক করে সব বলে যাবো বিশ্বাস দিয়ে মাখা।
তারপর যদি চোখ মেলে চাই দেখবো মিছেই ভয়,
সাহসের সাথে দাঁড়ালেই শত দানবের হবে ক্ষয়।