বিমান ধর: পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় সাতটি ধাপ সাফল্যের সাথে পার হয়ে এসেছিলেন বরিশালে হিজলার আসপিয়া ইসলাম। সবগুলো উর্ত্তীর্ণ হওয়ার পর জানলেন নিজেদের জমি না থাকায় তার চাকরি হচ্ছে না। ডিআইজির কাছে যাওয়ার পর তিনি জানান জমি না থাকলে চাকরি দেওয়ার আইন নেই।
মেধা তালিকায় পঞ্চম স্থান লাভ করা আসপিয়া পিতৃহীন। থাকেন অন্যের জায়গায় আশ্রিত হিসেবে। মেধা আর দৃঢ়তা দিয়ে নিজেকে প্রমাণ করে নিজের ভাগ্য নিজে গড়ার সুযোগ এসেছিল। কিন্তু আমাদের আহাম্মক সিস্টেম তাকে পথেই বসিয়ে দিয়েছে।
কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে জমি থাকা কেন বাধ্যতামূলক তা জানি না৷ আদৌ এটা লিখিত কোন নিয়ম কিনা সেটাও জানা নেই। আর লিখিত হলে নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন উল্লেখ করা হলো না? তাহলে দুর্গম হিজলার একটা মেয়েকে পরীক্ষার পেছনে এত সময় নষ্ট করতে হতো না। তার মনও ভাঙত না।
এমআই