আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেক্সিকোর দক্ষিণাঞ্চলের চিয়াপাস প্রদেশে ট্রাক উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
নিহতদের অধিকাংশ অভিবাসী প্রত্যাশী। মেক্সিকোর চিয়াপাস প্রদেশের সিভিল ডিফেন্সের প্রধান লুইস ম্যানুয়াল গার্সিয়া জানান, অভিবাসীদের বহনকারী ট্রাকটি একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে কমপক্ষে ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিবিসি জানায়, টুক্সটলা গুতিয়েরেজ শহরের ঠিক বাইরে মহাসড়কের ওই দুর্ঘটনাস্থলে একটি সাদা রংয়ের ট্রেইলার গাড়ি উল্টে আছে। আর আশপাশে পড়ে আছেন অনেক মানুষ। এছাড়া দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ সাদা কাপড়ে মুড়িয়েও রাখতে দেখা যায় ছবিতে।
সহিংসতা ও দারিদ্র্য থেকে বাঁচতে এবং উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পৌঁছাতে মধ্য আমেরিকার বহু দেশের অভিবাসীরা মেক্সিকোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে থাকেন। অনেক সময় এসব অভিবাসী প্রত্যাশীকে মার্কিন সীমান্ত পর্যন্ত পৌঁছাতে বড় বড় ট্রাকগুলোতে উঠিয়ে দিয়ে থাকে পাচারকারীরা।
সময় জার্নাল/আরইউ