প্রযুক্তি ডেস্ক : এলোন মাস্কের স্পেসএক্স ২০৩০ সালের আগেই মঙ্গলে তাদের স্টারশিপ রকেট অবতরণ করবে।
বেসরকারি মহাকাশ কোম্পানি ফেব্রুয়ারি মাসে প্রায় ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার ইকুইটি অর্থায়নে বৃদ্ধি করেছিল, এমনকি যখন উচ্চ উচ্চতার পরীক্ষামূলক উৎক্ষেপণের পর অবতরণপ্রচেষ্টার সময় তার স্টারশিপ রকেটের একটি প্রোটোটাইপ বিস্ফোরিত হয়।
এসএন৯ প্রোটোটাইপ ছিল স্পেসএক্স কর্তৃক সর্বাধুনিক হেভি-লিফট রকেটের একটি পরীক্ষামূলক মডেল। এটি ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল অভিযানে মানুষসহ ১০০ টন কার্গো বহন করতে সক্ষম হবে।
টেসলা ইনক, নিউরালইঙ্ক এবং বোরিং কোম্পানিসহ বেশ কয়েকটি ভবিষ্যৎ কোম্পানির নেতৃত্ব দেওয়া মাস্ক মঙ্গলবার বলেন, "সত্যিই কঠিন সীমা মঙ্গল ঘাঁটি আলফাকে স্বনির্ভর করে তুলছে।
বছরের শেষে প্রথম কক্ষপথ ফ্লাইটের পরিকল্পনা করা হয়েছে। এলোন মাস্ক বলেছেন যে, তিনি ২০২৩ সালে স্টারশিপের সাথে জাপানের কোটিপতি ইউসাকু মায়েজাওয়াকে চাঁদের চারপাশে উড়িয়ে আনতে চান।