শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। বিপদে আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে এমন প্রত্যাশা মানুষ মাত্রই করতে পারে। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায় মানুষের জন্য কিছু করা প্রয়োজন।
আমরা অনেক মানুষ আছি, আমাদের বিবেক আছে ঘুমিয়ে। সমাজে কিছু মানুষ আছেন যারা স্বপ্ন দেখেন মানুষের কল্যাণের জন্য কাজ করার। মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ, অসহায় এবং বঞ্চিত মানুষের উপকারে নিজেকে আত্মনিবেদন করার এবং অন্যকে এতে উৎসাহিত করার। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে, একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।
বলছিলাম একজন মানবপ্রেমী মানুষের গল্প তিনি হলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি'র জেষ্ঠ্য পুত্র।
এই মানতবতার ফেরিওয়ালা হলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী যুবরত্ন মাহমুদুল হাসান সোহাগ।
তিনি করোনা কালেও মানবতার পরিচয় দিয়েছেন। অসহায় মানুষের মাঝে ত্রাণ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি প্রতিনিয়ত দুই উপজেলায় দিন-রাত বিতরণ করেছেন। করোনায় তিনি টিম-ইমার্জেন্সী নামক একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সেই সংগঠনের সকল সদস্য করোনায় মানুষের পাশে সব সময় ছিলেন। করোনায় কারো সমস্যা হলেই দিন রাত তাদের কে সহযোগিতা করার জন্য সদস্যরা নিয়োজিত ছিল। তিনি করোনায় খাদ্যসামগ্রী বিতরনের পাশাপাশি সবজিও বিতরন করেছেন। এছাড়াও তিনি বৃক্ষরোপন, মুমুর্ষ রোগীদের রক্ত দানের ব্যবস্থা, শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। বন্যা দূর্গতদের জন্য নিজেই পানিতে ভিজে ঘরে ঘরে খাবার পৌছে দেন তিনি।
মাহমুদুল হাসান সোহাগ বলেন, মানুষের সেবা করেই আত্মতৃপ্তি পাই। কারো কোনো উপকার করতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত করেছি। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই।
সময় জার্নাল/এলআর