ব্যথার শহরে
...এরকম একদিন ভেঙে যাবে সাঁকো খুলে যাবে গিট দেয়া সুতো
পা তখন মনের অজান্তে ভুল পথের ধূলো উড়াবে আরো কতো কতো
পোষা সুখ বুনো হয়ে ভয়ে ভয়ে ছুটবে অন্ধকার পাতার আড়ালে
কতো হারালে কতো বাতাসে উড়বে মন সে কথার বিয়োগে অস্থির
চারদিক পাপে কাঁপে সত্যের বিচার থিরথির!
ঢেড় দুঃখে সুখ বেচি আহা চোখের আহার রঙধনুর বাহার
সে কথায় চোখ নাচে বোধের বাড়ি রূপের দেয়াল করে সব ছারখার
এসো না এমন সময় মনের গল্প করি চাঁদে কিছু জমি কিনি
রূপকথার উঠোনজুড়ে ইচ্ছাফুলের বাগান করি
কেউ করো নই সেই ফলের গাছ রোপণ করে করে পাড়ি দেই সময়নদী
ভুল করে গোপনে কিছুটা প্রেম রেখে যাই স্মৃতি করে ব্যাথার শহরে — নাকফুল সিঁদুরে সিঁথি।
উত্তর নেই
কতটা দুঃখ পেলে মানুষ নিরব হয়ে যায়
কতটা ঠেকে গেলে মানুষ রাস্তায় মিছিল নামায়
এসবের উত্তর এখন নর্দমার কন্ডোমের মতন— কেউ দেয় না পরিচয়!
হারলে মনের ঘরে কেউ খুঁজে পাবেনা নিশানে
বিপ্লব সৌভাগ্যের বিষয় জোটে না সবার নসিবে।
সময় জার্নাল/এমআই