রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

তরুণ চিকিৎসক সৌরভ আর নেই

শুক্রবার, ডিসেম্বর ১০, ২০২১
তরুণ চিকিৎসক সৌরভ আর নেই

সময় জার্নাল প্রতিবেদক :

তরুণ চিকিৎসক ডা. সৌরভ আর নেই। প্রানঘাতী বি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  তিনি। 

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ১৩তম ব্যাচ সাবেক এ শিক্ষার্থী কুমিল্লা মেডিকেল কলেজের অ্যানেন্সথেসিয়া কোর্সে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি কুমিল্লা মেডিকেল সেন্টারে (টাওয়ার হাসপাতাল) জরুরি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন ডা. সৌরভ

এদিকে, ডা, সৌরভের মৃত্যুতে তাঁর বন্ধু-স্বজন ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 


 
তরুণ চিকিৎসক ডা. নুরুল ইসলাম খান ফেসবুকে লিখেছেন, আর কখনো তিন বন্ধুর দেখা হবে না । কুমিল্লায় জয় আর তুই ছিলি মেডিকেল কলেজের বন্ধু যার সাথে চাইলেই প্রাণ খুলে হাসতাম , কথা বলতাম, ছেকু বলে ডাকতাম ।

তুই তো একদিন রাগ করে বলেছিলি তোকে ছেকু না বলতে , আমি পান্থ কে ও বলেছিলাম তোকে ছেকু না বলতে।
বলতে গেলে তুই আমার সাথেই ছিলি , একই প্রতিষ্ঠানে কাজ করতাম । আর কখনো ফোন করে বলবি না কুমিল্লায় আসলেই তোর সাথে দেখা করতে । 

দেখা হলেই তোর মুখের অমায়িক হাসি যে কাউকেই বিমোহিত করবে ।

ক্যান্সার হওয়ার পর তোর আত্ববিশ্বাসী মনোভাব দেখলে যে কাউকেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখাত, কিন্তু তুই অন্তিম যাত্রায় চলে গেলি ।

সৌরভ ,আমরা হয়তো তোর জন্য তেমন কিছুই করতে পারি নি, আমাদের ক্ষমা করে দিস ।

সৌরভ, যেখানেই থাকিস, ভালো থাকিস বন্ধু ।।



সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল