সময় জার্নাল প্রতিবেদক ঃ কবি ও শিল্পী কাজী বর্ণাট্য মুক্তিযুদ্ধের চেতনায় দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিচ্ছেন নানান কবিতা বানী ছবি।
যা সমাজের অতীত উপস্থিত। যাতায়াতের সময় শিক্ষার্থীদের আগ্রহের বিষয় হয়ে দাড়িয়েছে।
মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় বড়মাঠ সংলগ্ন ৬০০ বর্গফুট দীর্ঘ দেয়াল জুড়ে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের দেয়ালচিত্র 'চেতনায় মুক্তিযুদ্ধ ১৯৭১'। এ দেয়ালচিত্রটি বর্ণিল রঙে সাজনো হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি ও শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, তপন বাগচী, জাকির জাফরানের কবিতার পঙক্তি দিয়ে। ইতোমধ্যে ধর্মপাশা উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধভিত্তিক এ শিল্পকর্মের প্রসংশা মুখে মুখে রটে গেছে। ধারণা করা হয় ভাটি অঞ্চলে এটিই মুক্তিযুদ্ধের সবচে বড় দেয়ালচিত্র। নান্দনিক এ শিল্পকর্মটি কবি চিত্রকর কাজী বর্ণাঢ্য'র পরিকল্পনা ও সুনিপুণ রংতুলির আঁচড় বাস্তবায়ন হয়েছে। প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করার লক্ষ্যে এই শিল্পকর্মে ধর্মপাশা উপজেলা প্রসাশন সহযোগিতা করেছেন।
এই কাজী সময় জার্নালকে জানান, আমার জন্ম এই ভাটির মাটিতে ধর্মপাশায়। এখানে স্কুলে পড়েছি তাই এ প্রজন্মের শিশুদের কাছে মহান মুক্তিযুদ্ধের বার্তাটি রংতুলি ও কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা। দায় ও দায়িত্ব অনুভব করে কাজটি করেছি।