মুরাদ ইমাম কবির, হিলি : ‘মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ প্রতিপাদ্যে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব যক্ষা দিবস।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র্যালীতে চিকিৎসক, নার্স, ব্র্যাক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা তৌহিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফি শিকদারসহ ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ শাখার প্রগ্রাম অফিসার ফরিদুজ্জামান, ফিল্ড অফিসার উম্মে হানিয়া বেগম, পিএলসিএ মওসুমি ইয়াসমিন প্রমূখ বক্তব্য রাখেন।
এতে বক্তারা বিশ্ব যক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। একইসাথে যক্ষা হলে রক্ষা নেই এমন কথার ভিত্তি নেই জানিয়ে একনাগারে দু’সপ্তাহ ধরে কাশি হলে কফ পরীক্ষা করার ও চিকিৎসা নেওয়ার আহবান জানানো হয়।
সময় জার্নাল/আরইউ