স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। চলতি মৌসুমেই পিএসজিতে যোগ দেন মেসি, রোনালদো পাড়ি জমান নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এই দুই তারকা মুখোমুখি হচ্ছেন আবারও।
শেষ ষোলোর প্রথম লেগেরে ম্যাচগুলো হবে ১৪, ১৫ ও ২৩-২৪ ফেব্রুয়ারি। ৭-৮ ও ১৪-১৫ মার্চ হবে দ্বিতীয় লেগ। দেখে নিন কে কার মুখোমুখি...
রিয়াল মাদ্রিদ- বেনফিকা
ম্যানচেস্টার সিটি- ভিয়ারিয়াল
বায়ার্ন মিউনিখ -অ্যাটলেটিকো
লিভারপুল -সালজবুর্গ
আয়াক্স- ইন্টার মিলান
জুভেন্টাস- স্পোর্টিং লিসবন
লিল-চেলসি
ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি
এমআই