চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ঝাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে গৃহ কৃষকের সন্ধানে-২০২০ এর পুরস্কার বিতরণ করেছে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পৌর এলাকার রামরায়গ্রামস্থ কাজী বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদিআরবের ব্যবসায়ী মিজানুর রহমান, ব্যবসায়ী মোঃ ইলিয়াছ, ইতালি প্রবাসী মামুনুর রশীদ, মোশারেফ হোসেন, সাংবাদিক মোঃ আকতারুজ্জামান, মোঃ এমদাদ উল্যাহ, আবু বকর সুজন, বেলাল হোসাইন, সাব্বির আহমেদ লাভলু।
আলোচনা সভা পুরস্কার বিজয়ী প্রত্যেককে বিকাশে প্রাইজমানির টাকা, ক্রেষ্ট, সার্টিফিকেট ও একটি করে মগ দেয়া হয়।
এ সময় বিভিন্নস্থান থেকে আগত করোনা মহামারীর সময়ে গৃহে কৃষি কাজ করা পুরুষ ও নারী প্রতিযোগীবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগী চৌদ্দগ্রাম উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
সময় জার্নাল/এমআই