মো: মঈন উদ্দিন রায়হান : “মুজিব বর্ষের অঙ্গীকার,যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার”এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জেলা সিভিল সার্জন কনফারেন্স হলে বুধবার সকাল ১০ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং বিভিন্ন সহযোগী সংস্থ্যার উদ্যোগে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মশিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা.মোহাম্মদ শাহআলম। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সহকারী সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়,ব্যাক এড়িয়া সুপারভাইজার অমর চন্দ্র সরকার,ডেনিমেন ফাউন্ডেশনের প্রজেক্টের পরিচালক জোসনারা বেগম,আইআরডি ডা.আবদুল্লাহ হার রাফি আজহর প্রমুখ।এ সময়ে যক্ষ্মার ভয়াবহতা সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।
প্রতি বছরে এ রোগে প্রায় ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন। যা কোভিড-১৯ থেকেও ভয়াবহ। কাজেই আসুন সকলেই মিলে জনসচেতনার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ প্রতিরোধ করার করি। আলোচনা সভা ও মতবিনিময় এর পরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয়।
সময় জার্নাল/এমআই