ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বিজয় দিবসের প্রাক্কালে বালিকা শিশু সদনের ৭০ কন্যা শিশুকে শীতের পোশাক উপহার দিলেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ। শীতের প্রকোপ বাড়তে থাকায় স্বাধীনতার ৫০ বছর পূর্তির বিজয় দিবসের আগের দিন সকালে দিঘাপতিয়া বালিকা শিশু সদনে স্বশরীরে হাজির হন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন আল ওয়াদূদ ও শিশু সদনের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। এদিকে শিশুদের শীতের পোশাক বিতরণের ছবি ডিসি নাটোর আইডিতে ফেসবুকে পোস্টও করেন জেলা প্রশাসক।
এতিম ওই শিশুদের নিজের মেয়ে পরিচয়ে আখ্যা দেয়া বড় মনের পরিচয় দিয়েছেন তিনি। যার ক্যাপশনে তিনি লিখেন, “বিজয় দিবসের প্রাক্কালে দিঘাপতিয়া শিশু সদনে আমার মেয়েদের জন্য শীতের নতুন পোশাক”। এমন উদ্যোগে ওই পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমেন্টস করছেন নানা শ্রেণীর পেশার মানুষ।
সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, শীতের শুরুতেই শীত নিবারণের এমন ব্যবস্থাপনা ও ডিসি স্যারের এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার। উপহার পেয়ে শিশু সদনের মেয়েরা খুবই খুশি হয়েছে ।
সময় জার্নাল/এলআর