বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১
স্বাধীনতার পঞ্চাশ
স্বাধীনতা,
তুমি এসেছো,
সেই মহাপুরুষের ডাকে সাড়া দিয়ে,
যে ছোট বেলা থেকেই ভাবতো তোমায় নিয়ে,
বাঙালির একটি স্বতন্ত্র স্বাধীন ভূমি হবে,
যেখানে আপন পরিচয়ে তারা পরিচিত হবে,
তুমি এসেছো পুলসিরাতের ওপাড় থেকে,
কেড়ে নিয়েছো তাঁর টগবগে যৌবন,
করেছো নির্মম অত্যাচার,
তুমি আসতে চাওনি,
তোমাকে কেড়ে আনা হয়েছে শত্রুর কলিজা ছিঁড়ে,
তুমি লুকায়িত ছিলে কেয়ামতের ভিড়ে,
যেমন আছো ফিলিস্তিনসহ অন্যদের নীড়ে,
যেটাকে আমরা বলি পরাধীনতা।
স্বাধীনতা,
তোমার জন্য হলো ত্রিশ লক্ষ প্রাণ বলিদান,
পাঁচ লক্ষাধিক মা বোন হারিয়েছে সম্ভ্রম,
জন্ম দিয়েছে দিনের পর দিন ধর্ষণের ফলে সন্তান,
করেছে আদরের ছেলের লাল টকটকে রক্তদান,
যা নদীর স্রোতে সমুদ্রে পতিত হয়েছে,
বাস্প হয়ে হয়েছে রক্তাক্ত আকাশ,
দেখেছে বিশ্ববাসী,
তবুও অস্বীকৃত আজো সেই নির্মমতা।
স্বাধীনতা,
ওরা বুঝেনা তোমাকে অর্জন করার মানে,
তোমাকে আনতে যে পৃষ্ঠ হয়েছে সে শুধু জানে,
তুমি নববধূর ন্যায় আসোনি,
এসেছো এই ভূমির রক্ত চোষার সক্ষমতা শেষে,
শকুনের দল মাংসের গন্ধে পালিয়ে যাবার পর,
তুমি এসেছো ধ্বংস শেষে সাজানো ঘর।
স্বাধীনতা,
তোমাকে চিনিয়ে আনার চলছে বছর পঞ্চাশ,
তোমার আলোয় আলোকিত আজ বাংলার আকাস,
তুমি হয়েছো বাঙালির,
অনন্তকাল রেখো উঁচু করে তোমার শির।
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সময় জার্নাল/এমআই