এহসান রানা, ফরিদপুর: জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামের আব্দুল মান্নান মোল্লার পুত্র সাদা মনের মানুষ ও সমাজ সেবক নামে পরিচিত সেই সাদা মনের মানুষটির নাম মশিউর রহমান যাদু মিয়া।
যাদু মিয়া দীর্ঘ বছর ধরে ও করোনাকালীন সময়ে অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছে। কার বাড়িতে চাউল নেই, কার বাড়িতে অসুস্থ্য বৃদ্ধ-বাবা মা ও শিশু সন্তানরা চিকিৎসা সেবা নিতে পারছে না তা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে তথ্য নেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
যাদু ভয়াবহ করোনাকালীন সময়ে রাতের আঁধারে যারা করোনা কালীন কাজ করতে পারেন নাই ওই সকল পরিবারের মাঝে গিয়ে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এলাকাবাসীরা জানান, যাদু মিয়ার পিতা আব্দুল মান্নান মোল্লাও গ্রামবাসীদের সহায়তা করতেন। ঠিক তেমনি পিতার মত যাদু মিয়াও একজন সাদা মনের মানুষ।
সময় জার্নাল/আরইউ