তথ্য প্রযুক্তি ডেস্ক ঃ সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫০ হাজার মানুষের ওপর নজরদারি করেছেন হ্যাকাররা। এই কাজে যুক্ত ছিল ভারত, ইসরায়েলসহ বিভিন্ন দেশের আড়িপাতার প্রতিষ্ঠান। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে।
মেটা বলেছে, প্রায় ১০০টি দেশের অধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকদের ওপর নজরদারি করেছে আড়িপাতা প্রতিষ্ঠানগুলো।
এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম থেকে প্রায় দেড় হাজার পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পেজ ব্যবহার করে মূলত তথ্য হাতিয়ে নেওয়া হতো। ৭টি প্রতিষ্ঠান এসব অ্যাকাউন্ট ও পেজ ব্যবহার করত।
সময় জার্নাল/এসএ