মো: মঈন উদ্দিন রায়হান : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সানির মোড় এলাকায় বুধবার (২৪ মার্চ) দুপুরে বাসের ধাক্কায় আলহাজ (৩২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। নিহত চালক শেরপূর জেলার দোলাগাড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, প্লাস্টিকের বোর্ড বোঝাই করে পিক-আপটি ময়মনসিংহে দিকে যাওয়ার পথে সোনার বাংলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যান।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ ও পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভরাডোবা হাইওয়ে থানার এস,আই আনোয়ার হোসেন জানান, সোনার বাংলা পরিবহনের একটি বাস পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিক-আপ চালক মারাযান। ঘাতক বাসটি পালিয়ে গেছে।
সময় জার্নাল/এমআই