স্পোর্টস ডেস্ক:
অ্যাডিলেইডে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচটির প্রথম থেকেই প্রভাব দেখাচ্ছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় দিন শেষেও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই।
গতকাল দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৭৩ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া৷ পরে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই শুরুতে ধাক্কা খায়। গতকাল ২ উইকেট হারিয়ে বসে তারা৷ তবে আজ তৃতীয়দিন ডেভিড মালান ও জো রুট মিলে কিছুটা আশা দেখিয়েছিলেন৷ কিন্তু তারা দুজন দলকে খুব বেশি এগিয়ে নিতে পারেননি। মালান ৮০ ও জো রুট ৬২ রান করে আউট হন৷ দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন বেন স্টোকস। তাদের এই তিনজনের ব্যাটে ২৩৬ রানেই থামে ইংল্যান্ড৷ এতে করে প্রথম ইনিংস শেষেই অজিরা পায় ২৩৪ রানের লিড৷ এতে করে ইংলিশদের ফলো অনে ফেলতে পারতেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ৷ কিন্তু তিনি তা করেননি। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি৷ আর তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে অস্ট্রেলিয়া৷ ইংল্যান্ডের চেয়ে তারা এগিয়ে আছে ২৮২ রানে। আজ মাত্র ১৩ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ২১ রান করে মার্কাস হ্যারিস ও ২ রান করে মাইকেল নেসার অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচটিতে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক। তিনটি পেয়েছেন নাথান লায়ন। আর দুটি উইকেট পেয়েছেন ক্যামেরুন গ্রিন।
এদিকে ম্যাচটিতে আজ ৬২ রান করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক বর্ষ পঞ্জিকায় ১ হাজার ৬০০ বা তার বেশি রান করেছেন জো রুট।
এমআই