খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পৃথক দুটি ইউনিয়নে আগুনে পুড়ে ১৪ পরিবারের সর্বস্ব হারিয়েছে। এতে দুটি গরুসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফছার আলীর ছেলে জাহিদুল ইসলামের (৫০) ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের সৃষ্টি হয়।
মুহুর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা পার্শ্বের মন্তাজ আলীর ছেলে আব্দুল জলিল (৪০),জিল্লুর রহমান (৪৫) ও আজগর আলীর (৪৫),আফছার আলী (৩৫)সাদ্দাম হোসেন (৪৫) আসাদুল হক (৩৫)আয়শা বেওয়া ও জমিতা বেওয়ার বাড়ীতে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী দীর্ঘ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ওই এলাকায় গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে ওই এলাকার ৪ পরিবারের ১৩ টি ঘরসহ ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
অপর দিকে গাড়াগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের লুৎফর রহমানের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে লুৎফর রহমান’র (৫৫) বাড়ী থেকে পার্শ্ববর্তী সেল্টু মিয়ার (৫৫), ও মোমিনুল হক (৪৫) বাড়ীতে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে লুৎফর রহমানের সর্বস্ব পূড়ে ছাই হয়ে গেছে। সেল্টু মিয়া ও মোমিনুল হকের একটি করে থাকার ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
৩ পরিবারের আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের কাছে শুকনা খাবার ও কম্বল দেয়া হয়েছে।
সময় জার্নাল/এমআই