নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহযোগিতা দেয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে ছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ সহযোগিতার প্রস্তাব দেন।
বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে। কারণ বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে। এ সময় খাদ্য, আশ্রয় ও সামাজিক পরিষেবার তীব্র ঘাটতির কারণে আফগান জনসংখ্যার বৃহত্তর অংশের ওপর অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানান তিনি। শীতকালে এ সংকট আরো প্রকট হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন মাসুদ বিন মোমেন।
মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আফগান জনগণের সমর্থনে ওআইসির অভ্যন্তরে এবং এর বাইরে সহযোগিতা জোরদার করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এ সময় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
ওআইসি’র ১৭তম বিশেষ বৈঠকে বাংলাদেশকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মাসুদ বিন মোমেন। প্রতিনিধি দলে আরো রয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পাকিস্তানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক।
সময় জার্নাল/এলআর