এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মসজিদের ইমাম সেজে মাদক বিক্রিত সময় দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ফরিদপুর আদালতে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর দরগাখোলা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ইমাম সেজে মাদক বিক্রির সময় গ্রেপ্তারকৃত যুবক বাগেরহাটের আস্থাইল এলাকার হালিম খাঁনের ছেলে বোরহান উদ্দিন (৪০) ও তার সহযোগী হেলাল মোল্লা (২৮) গোপালগঞ্জের চর গোবরা গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে।
ফরিদপুরের ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছি। প্রধান আসামি বেরহান কোরআনে হাফেজ ও কাঠালবাড়ী ফেরিঘাটে একটি মসজিদের ইমামতি করেন বলে পরিচয় দেয়। বোরহান ইমামের লেবাস ধরে মাদক ব্যবসা পরিচালনা করে। তিনি পেশাদার আন্তঃজেলা মাদক কারবারি। বোরহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৭টি মামলা রয়েছে।
সময় জার্নাল/এলআর