শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খতিবুর রহমান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের জিবুরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত খতিবর রহমান বুড়িমারী ইউনিয়নের আফসার আলীর পূত্র বলে জানা গেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় খতিবর রহমান বুড়িমারী থেকে পাটগ্রাম যাওয়ার পথে জিবুরবাড়ি স্কুলের সামনে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।
সময় জার্নাল/এমআই