বিনোদন ডেস্ক : শাহরুখপুত্রের মাদককাণ্ডের অভিযোগের রেশ কাটতে না কাটতেই বলিউডে আবারও নতুন বিতর্ক। এবার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ। তিনি বলেছেন, “আমাকে বিব্রত করা হচ্ছে।”
সূত্রের খবর, সোমবার তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে তাকে তলব করা হয়। সে অনুযায়ী তিনি হাজিরাও দেন। এর আগেও তাকে দু’বার তলব করা হয়েছিল। তবে, তখনও তিনি হাজিরার জন্য সময় চেয়েছিলেন।
অমিতাভ বচ্চনসহ বেশ কিছু ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। দেশটির সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্হা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। সূত্র: ইন্ডিয়া ডটকম
সময় জার্নাল/এসএ