আন্তর্জাতিক ডেস্ক: মাদাগাস্কারের উত্তরপূর্ব উপকূলে সোমবার একটি নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ জন নিখোঁজ রয়েছেন। নৌবাহিনী কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
পোর্ট কর্তৃপক্ষের প্রধান জিয়ান এ্যাডমন্ড রন্দ্রিয়ানান্তেনায়না জানান, ওই নৌকায় থাকা ১৩০ যাত্রীর মধ্যে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অন্যদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, মালবাহী এ নৌযানে অবৈধভাবে যাত্রীদের নেয়া হয়েছিল।
বন্দর কর্তৃপক্ষের অপর কর্মকর্তা আদ্রিয়েন ফ্যাব্রিস রতসিমবাজাফি জানান, নৌযানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ার পর এটি সামুদ্রিক ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।
পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে এবং এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।
সময় জার্নাল/এলআর