আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ও তার প্রাক্তন স্ত্রী রাজকুমারী হায়া বিনতে আল-হুসেন।দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ও তার প্রাক্তন স্ত্রী রাজকুমারী হায়া বিনতে আল-হুসেন।
দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমকে বিবাহ বিচ্ছেদ বাবদ ৭২৮ মিলিয়ন ডলার অর্থ প্রদানের আদেশ দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। এই অর্থ তার প্রাক্তন স্ত্রী রাজকুমারী হায়া বিনতে আল-হুসেনের হাতে হস্তান্তর করা হবে।
এই অর্থ দিয়ে রাজকুমারী হায়ার বাকি জীবনের খরচ সহ শেখ মোহাম্মদের দুই সন্তান- আল জালিলা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং শেখ জায়েদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভরণপোষণের ভার বহন করা হবে।
আদালতের রায় অনুযায়ী শেখ মোহাম্মদকে তার ৯ এবং ১৪ বছর বয়সী তার দুই সন্তানের বাকি জীবনের বার্ষিক নিরাপত্তা খরচ আদালতের পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত দিতে হবে।
রায়ে আরো বলা হয়েছে আগামী তিন মাসের মধ্যে ৩৩৩ মিলিয়ন ডলার অগ্রিম প্রদান করতে হবে। এটি হতে যাচ্ছে দুবাইয়ের সবচেয়ে বড় বিবাহবিচ্ছেদের মধ্যে একটি।
এমআই