বুধবার, ডিসেম্বর ২২, ২০২১
স্পোর্টস ডেস্ক:
বছরের শেষ ম্যাচটা কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষেই পড়েছিল রিয়াল মাদ্রিদের। তবে কারিম বেনজেমার দারুণ মাইলফলক ছোঁয়ার দিনে সে চ্যালেঞ্জটা ভালোভাবেই উতরে গেছে কোচ কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। বেনজেমা ছুঁয়েছেন ৪০০ গোলের মাইলফলক, রিয়াল অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে জিতেছে ২-১ গোলে।
প্রতিপক্ষের মাঠ সান মামেসে বেনজেমা তার মাইলফলক ছোঁয়ার গোলটাও করেছিলেন দারুণ এক ঢঙয়ে। বক্সের কোণায় টনি ক্রুসের কাছ থেকে পেয়েছিলেন বলটা। প্রথম ছোঁয়াতেই করে বসলেন দারুণ এক শট, বিলবাও রক্ষণ তো বটেই, গোলরক্ষক ইউলেন আরিজেবালার ধরাছোঁয়ার বাইরে দিয়ে গিয়ে তা আছড়ে পড়ল জালে। ম্যাচের তিন মিনিট না যেতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
এর মিনিট তিনেক পর কিছুটা সৌভাগ্যের ছোঁয়া নিয়েই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় বেনজেমার কাছে। সেখান থেকে দারুণ এক ফিনিশে বলটা স্বাগতিকদের জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।
বিলবাও অবশ্য জবাব দিতে দেরি করেনি। ম্যাচের দশম মিনিটে বক্সের বাইরে থেকে অইহান সানসেটের দারুণ এক গোলে ব্যবধান কমায় দলটি।
শুরুর দশ মিনিটে দারুণ তিনটি গোল, তাতে সান মামেসে আভাস মিলছিল দারুণ রোমাঞ্চের। তবে সে আভাস বাস্তবতায় রূপ নেয়নি শেষমেশ। সেই তিন গোলেই ফলাফল নির্ধারিত হয়ে গেছে ম্যাচের। রিয়াল মাদ্রিদ ম্যাচটা জেতে ২-১ গোলে। তাতে টানা ১৫ ম্যাচ অপরাজিত থেকে বছরটা শেষ করল দলটি।
তবে ম্যাচের আগে দলে কোভিডের হানা দারুণ শঙ্কাই সৃষ্টি করেছিল দলটিতে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আটজন খেলোয়াড় ছিলেন না দলটিতে, সঙ্গে মিডফিল্ডার ক্যাসেমিরো ছিলেন না নিষেধাজ্ঞার কারণে। ফলে কিছুটা শঙ্কাই দেখা দিচ্ছিল দলটিতে। তবে দলে যখন বেনজেমা থাকেন, তখন আর শঙ্কা কীসের? দারুণ নৈপুণ্য দেখিয়ে জোড়া গোল করে দলকে ঠিকই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তিনি!
এমআই