বুধবার, ডিসেম্বর ২২, ২০২১
নিজস্ব প্রতিনিধি: কলেজে ভর্তির জন্য এবার অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে ভর্তির আবেদন প্রক্রিয়া। কলেজে ভর্তিতে বিদ্যমান তিনটি কোটা বাতিলের জন্য নীতিমালার খসড়ায় উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ভর্তিপ্রক্রিয়া নিয়ে নীতিমালা চূড়ান্ত করতে সভা আহ্বান করা হয়েছে। খসড়া নীতিমালায় বলা হয়েছে একাদশে ভর্তিতে বিভাগীয় ও জেলা সদর, শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন দফতরগুলোর তিনটি কোটা বাতিল করা হয়েছে।
একাদশে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে আজ জরুরি সভার আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল এ সভায় নীতিমালা চূড়ান্ত হওয়ার কথা আছে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় দুপুরে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং রাজধানী ও সারা দেশের ৩২টি সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ অংশ নেবেন বলে জানা গেছে।
সূত্র আরো জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণীতে ভর্তি জানুয়ারির প্রথম দিকেই শুরু হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা আছে। এবারো অনলাইনে ভর্তির জন্য আবেদন ও মেধাতালিকা প্রকাশ করা হবে।
খসড়া নীতিমালায় দেখা গেছে, এ বছর একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল রেখে অন্য তিনটি কোটা বাতিল করা হয়েছে। ভর্তিতে শুধু অনলাইনে আবেদন করার প্রস্তাব করা হয়েছে। ভর্তি নিশ্চয়ন ফি গত বছরের মতো ১৩৫ টাকা নির্ধারণ করতে প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ চূড়ান্ত তালিকায় নাম এলে একজন শিক্ষার্থীকে এ পরিমাণ টাকা দিতে হবে। সম্প্রতি দেশের সব শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকদের এক সভায় খসড়া নীতিমালা তৈরি করা হয়।
সময় জার্নাল/এলআর