হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম আহমেদ মনি সম্প্রতি ইউ.এস. এর ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে Ph.D in Chemistry প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল তিন'টায় বিভাগটির ৪০৫ নং কক্ষে রসায়ন সমিতি, রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তার এ অর্জনের পেছনের গল্প সবার সাথে শেয়ার করেন তিনি।
অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. মো.আতিকুল ইসলাম বলেন, 'মনির এই অর্জন আমাদের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তার এই পথচলা বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে উচ্চাকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস সঞ্চার করবে।'
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায়। এসময় বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. উত্তম কুমার সরকার, সহকারী অধ্যাপক রেজাউল করিম সহ বিভাগটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নাসিম আহমেদ মনি বিভাগটির ১ম ব্যাচের (২০১৫ শিক্ষাবর্ষে) শিক্ষার্থী এবং সর্বশেষ একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার এ অর্জনে গর্বিত হাবিপ্রবির রসায়ন বিভাগ।
একে