স্পোর্টস ডেস্ক: যুব এশিয়া কাপে শুক্রবার নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নাবিলের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৯৭ রান করেছে টাইগার যুবারা। জিততে হলে নেপালকে পাড়ি দিতে হবে রানের পাহাড়।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিল না। দলীয় ৩৯ রানে ফিরে যান মাহফিজুল ইসলাম। তার ব্যাট থেকে আসে ১৭ রান। আরেক ওপেনার ইফতেখার হোসেনও ইনিংস বড় করতে পারেননি। রান আউট হওয়ার আগে করেন ২১ রান।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামা নাবিল প্রথমে আইচ মোল্লাহর সাথে ৩৮ রানের জুটি গড়েন। ২২ রান করা আইচের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর নেপালের ব্যাটসম্যানদের শাসন করে খেলতে শুরু করেন নাবিল ও ফাহিম। চতুর্থ উইকেটে ১৭৯ রানের বিশাল জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।
৫৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন ফাহিম। তবে নাবিল তার ব্যাটিং দ্যুতি ছড়িয়ে যেতে থাকেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ১১২ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১২৭ রানের হার না মানা অসাধারণ এক ইনিংস খেলেন। মেহরব হোসেন করেন ২১ রান।
নেপালের গুলশান ঝা, তিলক বান্দারি ও মোহাম্মদ আদিল আলম একটি করে উইকেট নেন।
সময় জার্নাল/এলআর