পরিচয় সংকট
নারীবাদী মতবাদ, নারী স্বাধীনতা,
নারীদের স্বাধিকার, নারী কথকতা।
শহরের কেন্দ্রে, খোলা চত্বরে,
যেখানে বিকালে বসে গণজমায়েত।
ঘরে-ঘরে, বাজারে বা নদী বন্দরে,
যেখানে ট্রাফিক জ্যাম, গাড়ির মিছিল।
সবেতেই নারী যেন শক্তিতে বাঁচে,
সবেতেই নারীবাদ ঠেলে, গুঁজে আছে।
নারী নিয়ে অহেতুক শ্লোগানে-শ্লোগানে,
ভরে ওঠে শহরের পুরনো দেয়াল।
নারী নিয়ে অযাচিত, উটকো আলাপ,
ভরে ওঠে পত্রিকা সচিত্র হয়ে।
এ যেন ভিষণ ভিড়ে পা মাড়িয়ে চলা,
বাসের জানালা ধরে ঝুলে ঝুলে যাওয়া।
নারী অধিকার আজ লাবন্যহীন,
কর্কশে উর্বশী ঝগড়ার মুডে,
নারীর উদোম প্রাণ চড়া রোদে পোড়ে,
পরিচয় সংকটে নারীর জীবন।
পুরুষেরও বলিহারি কম কিছু নয়,
পুরুষতান্ত্রিকতা ভারি গোলমেলে,
ফোঁস ফোঁস গর্জনে মণিহারা ফণী,
আরোপিত শক্তির অন্ধপুরাণ।
এ যেন নদীর মুখে বালি দিয়ে বাঁধ,
হাওয়ার উল্টো দিকে রণ সাজে সাজ,
তোড়জোড়ে সাইক্লোন পূর্ব আভাস,
অথচ দক্ষিণা হাওয়া, দমকা বাতাস।
নারী বা পুরুষ এই তন্ত্রগুলো,
চিরকাল মুখোমুখি বৈরী স্বভাব।
জোর করে দখলের দলাদলিতে
কে জানে কোথায় যায় নিজ পরিচয়?
মাঝে মাঝে মনে হয় চর দখলের
লাঠালাঠি, ঝগড়াও এর চেয়ে ভালো।
পুরুষ আনুক খুঁড়ে সোনার খনি,
নারীরাই সংসারে স্বর্নালী আলো।
তবু কেন পরিচয় সংকটে ভোগা?
কেন বা অযথা এতো কাঁদা ছোঁড়াছুড়ি?
মানবজন্ম যার সৃষ্টির সেরা,
এরই মাঝে খুঁজে নাও সব বাহাদুরি।
মানবিক গৌরবে উজ্জ্বল মন,
স্বাধিকার আদায়ের যত আয়োজন,
সমস্ত মতবাদ উড়িয়ে হাওয়ায়,
মানুষ হওয়া আজ খুব প্রয়োজন।
শেখ ফাহমিদা নাজনীন
২০ ডিসেম্বর ২০২১।