গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার প্রচার ক্যাম্প ভেঙ্গে ফেলা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন এ পদপ্রার্থী।
দেলোয়ার হোসেন জানান, আজ শনিবার ৭ থেকে ৮ জন সমর্থক নিয়ে গজারিয়া ইউনিয়ন সোনাকান্দি গ্রামে গণসংযোগকালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর শফিউল্লাহ শফিকের সমর্থক দল
আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং হাতে থাকা লিফলেট ছিড়ে ফেলে দেয়াসহ বাড়িতে ফিরে যাওয়ার হুমকি দেয় তারা।
আহতরা হলেন, আমিনুল ইসলাম, স্বপন ,শাকিল ,আউয়াল ও প্রার্থী দেলোয়ার হোসেন। আহত সমর্থকদের মধ্যে আমিনুল ইসলাম ও আউয়াল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।
নৌকা প্রতীক প্রার্থী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকের সমর্থক সুমন ,মাসুদসহ ১০ থেকে ১৫ জন সমর্থক এই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে বীর মুক্তিযুদ্ধা শফিউল্লাহ শফি বলেন, ঘটনাটির বিষয়ে আমি অবগত নেই। তাই কোনো মতামত দিতে চাচ্ছি না।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রইছ উদ্দিন জানান, ঘটনাটি আমি শুনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সময় জার্নাল/আরইউ