মাদারীপুর প্রতিনিধি : জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিকাল সাড়ে ৩টার দিকে রাজৈর উপজেলায় এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৮ সালে সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রাব্বানী। ২০১৯ সালের শেষদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাঁদা দাবি করার অভিযোগ আসে তাদের বিরুদ্ধে। পরে বিভিন্ন অভিযোগে রাব্বানীসহ সে সময়কার সভাপতি শোভনকে পদচ্যুত করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অভিযোগ অবশ্য শুরু থেকেই অস্বীকার করছিলেন রাব্বানী ও শোভন। অভিযোগ অস্বীকার করে রাব্বানী তখনই বলেছেন, চাঁদা দাবির কথা জাবি উপাচার্য প্রমাণ করতে পারবেন না।
এমনকি রাব্বানী দাবি করেছিলেন, জাবি উপাচার্য শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দিয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয়টির কয়েবকজন নেতাও প্রকাশ্যে জাবি ভিসির কাছ থেকে টাকা পাওয়ার কথা স্বীকার করেন।
সময় জার্নাল/আরইউ