চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
প্রথম জাতীয় কুরআন অলিম্পিয়াড-২০২১ এর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশ সেরা নির্বাচিত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল।
‘সার্কেল অব কুরআন’-এর উদ্যোগে শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শামছুল আলম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
মাকসুদ ইকবাল উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের হাজী আবদুল করিম ও খাদিজাতুল কোবরার পুত্র। বর্তমানে তিনি মিরপুর ক্যান্টেনমেন্ট স্কুল ও কলেজে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মল হক, মতিঝিল মিসবাহুল উলুম কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এরআগে ২০১৮ সালে মাকসুদ ইকবাল প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছে এবং রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছে।
সময় জার্নাল/ইএইচ