রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে দ্বিতীয় ধাপে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১
নাটোরে দ্বিতীয় ধাপে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরে সদর ও বড়াইগ্রাম উপজেলার দ্বিতীয় ধাপে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ করানো হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম , জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আছলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসীনসহ প্রশাসনের কর্মকর্তারা। 

বক্তব্যে এ সময় জেলা প্রশাসক বলেন, জনগনের রায় নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন তাই তাদের অধিকার নিয়ে নিরপেক্ষতার সাথে সততা নিয়ে দায়িত্ব পালন করবেন। 

গত ১০ নভেম্বর নাটোর সদর ও বড়াইগ্রামের ১২ টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচনে বিজয়ী হন এসব জনপ্রতিনিধিরা। এছাড়া নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের নিজ নিজ উপজেলায় শপথ পাঠ করান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল