বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১
মো. এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামের বখাটে যুবক মাজহারুল ইসলাম ওরফে ছেনি রুপম নামের এক বখাটে যুবক কর্তৃক সাংবাদিক সায়ীদ আবুল মালিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বখাটে মাজহারুল ইসলাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের রুহুল আমিন ভুঁইয়ার পুত্র। এ ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানায় জিডি করেছেন ভুক্তভোগী দেশ সংবাদের সিনিয়র রিপোর্টার সায়ীদ আবদুল মালিক।
অভিযোগে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আড্ডা দিচ্ছিলেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক। এমন সময় তার ব্যবহৃত মুঠোফোন নাম্বারে ০১৮৬৩৩৮৮২২০ নাম্বার থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে তার কাছে জানতে চাওয়া হয় তিনি এখন কোথায় আছেন। তার নাম ঠিকানা জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে করে। এছাড়াও তাকে যেখানে পাবে সেখানে হত্যা করার হুমকি দেয়া হয়েছে। এক পর্যায়ে বলা হয় ‘তুই যদি বাড়িতে আসিস তাহলে তোকে রাস্তা-ঘাট, হাট-বাজার বা বাড়িতে যেখানে পাবো সেখানে কুপিয়ে হত্যা করা হবে’।
পরে ওই নাম্বারের সূত্র ধরে হুমকিদাতার মাজহারুল ইসলাম অরফে ছেনি রুপম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এই চিহ্নিত সন্ত্রাসী ও তার সহযোগীরা একই দিন সকালে নিজ বাড়ির মোহাম্মদ আবদুল হালিম নামে একজনকে কুপিয়ে জখম করেছে। তার আগের দিন পাশের বাড়ির গিয়াস উদ্দিন নামের আরেক ছেলেকেও কুপিয়ে জখম করেছে। আহত দুই ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে সাংবাদিককে হুমকিদাতা বখাটে ও সন্ত্রাসী মাহজারুল ইসলামকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।
সময় জার্নাল/এসএ