বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১
কামরুল ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) বিজ্ঞান ক্লাবের ২০২১-২০২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী আমীন এবং সাধারণ সম্পাদক রামকৃষ্ণ পাল পার্থ। বুধবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদ্য বিদায়ী আহ্বায়ক কমিটির এক বর্ধিত সভায় সকল সদস্যের উপস্থিতিতে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী আহ্বায়ক সুরঞ্জনা নাথ ভৌমিক।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এস এম রাফিউ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জাকারিয়া শুভ, সাংগঠনিক সম্পাদক মো. মোতাছিম বিল্লাহ সাগর, কোষাধ্যক্ষ শাহীনা খসরু হীরা, দপ্তর সম্পাদক আবাসসুম আলী মাইশা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সেজান আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি সহসম্পাদক রিজভী আহমেদ নিপুন ও তানজিনা আকতার রিফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশকুর রহমান তৌকির, প্রচার ও প্রকাশনা সহসম্পাদক তালহা ভূইয়া ও শামীম আকতার পাভেল, শিক্ষা ও গবেষণা সম্পাদক সেলিম রেজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মৌরি তানিয়া, কার্যনির্বাহী সদস্য শাহেলা সুলতানা, শফিকুল ইসলাম সিয়াম, ফারজানা রহমান তিশা ও মেহেদী হাসান নাঈম। এছাড়া এই কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন সুরঞ্জনা নাথ ভৌমিক, মোঃ জুনাইদ হোসাইন ও মোঃ আশরাফুল জীবন।
নবনিযুক্ত সভাপতি মেহেদী আমীন বলেন, "ভবিষ্যত বাংলাদেশকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে শেকৃবি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আধুনিক রূপ দেওয়াই হবে শেকৃবি বিজ্ঞান ক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সকল জাতি, ধর্ম ও বর্ণের উর্ধ্বে থেকে বিজ্ঞানচর্চার পথকে আরও মসৃণ করবে আমাদের বিজ্ঞান ক্লাব।"
উল্লেখ্য, শেকৃবি বিজ্ঞান ক্লাবে প্রতিষ্ঠালগ্ন থেকেই মডারেটরের দায়িত্ব পালন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান। সহকারি মডারেটরের দায়িত্বে রয়েছেন কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শিমুল চন্দ্র সরকার, ফিসারিজ, অ্যাকুয়াকালচার এন্ড মেরিন সাইন্স অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন এন্ড পাব্লিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন এবং এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ম্যানেজমেন্ট এন্ড ফিন্যান্স বিভাগের সহকারি অধ্যাপক তাসকিন আফরিনা।
সময় জার্নাল/এলআর