স্পোর্টস ডেস্ক। নিউজিল্যান্ডের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হকের এই সিদ্ধান্তটি যে ভুল ছিল না, তা শুরুতেই বুঝিয়ে দেন তরুণ পেসার শরিফুল ইসলাম। কিউইদের স্কোরবোর্ডে যখন মাত্র ১ রান ঠিক তখনই আঘাত হানেন তিনি।
শরিফুলের দারুণ এক ডেলিভারিতে কটবিহাইন্ডের শিকার হন নিউজিল্যান্ডের ওপেনার ও অধিনায়ক টম লাথাম। বল তার ব্যাটে ছুয়ে সরাসরি চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। কিন্তু এরপর থেকেই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশি বোলাররা। এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ানডাউনে নামা ডেভিড কনওয়ে। ১৮৬ বল মোকাবিলায় শতক পূর্ণ করেন এই ব্যাটার।
তার আগে ৫২ রান করে ফিরে গেছেন অপর ওপেনার উইল ইয়ং। আউট হওয়ার আগে তিনি কনওয়ের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়ে গেছেন। এই রিপোর্ট লেখার সময় কনওয়ের সঙ্গে ৩১ রান নিয়ে ব্যাট করছিলেন অভিজ্ঞ রস টেইলর। তাদের দুজনের জুটি থেকে এসেছে ৫০ রান। কিন্তু তিনিও প্যাভিলিয়নের পথ ধরেছেন। আবারও বাংলাদেশ শিবিরে উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন শরিফুল। সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়েছেন টেইলর।
শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে নতুন বছরের প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজের এটা প্রথম ম্যাচ। একাদশে তিন পেসার ও এক স্পিন অলরাউন্ডার নিয়ে নেমেছে বাংলাদেশ। তবে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়নি।
সময় জার্নাল/আরইউ