মো: মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ সংবাদদাতা :
১লা জানুয়ারী বই উৎসব না হলেও সারাদেশের ন্যায় ময়মনসিংহে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১ জানুয়ারী) সকালে নগরীর নওমহল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই তিরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। এসময় জেলা প্রশাসক এনামুল হক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মির্জা হাসান খসরুসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় দুই হাজার ১৪০টি প্রাথমিক, ৮০০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৮৮টি মাদ্রাসায় নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। সব শিক্ষার্থীই নতুন ক্লাসের বই পাবে বলে জানান তিনি।
নতুন বছরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
সময় জার্নাল/ইএইচ