নোমান ইমতিয়াজ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ৩৩ রানে
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) টুর্নামেন্টটির আয়োজন করে।
খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। প্রথমে ব্যাট করতে নেমে রাবি শাখা ছাত্রলীগ একাদশ ১৪ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১২৩ সংগ্রহ করে। জবাবে শিক্ষক সমিতি ১৪ ওভারে ৮ উইকেটে
৯০ রানে থেমে যায়। ছাত্রলীগের পক্ষে সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন ফাহাদ মোল্ল্যা। শিক্ষক সমিতির পক্ষে ২ উইকেট নেন ড. আল মামুন। শিক্ষক সমিতির পক্ষে সর্বোচ্চ ২৪ রান আসে সৈয়দ আশিকুর রহমানের ব্যাট থেকে। ছাত্রলীগের পক্ষে ৩ উইকেট নেন খালিদ হাসান।
উল্লেখ্য, গত ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান প্রমুখ।
প্রসঙ্গত, টুর্নামেন্টে ৬টি দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো, বিশ্ববিদ্যালয় শাখা ছত্রলীগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।
সময় জার্নাল/এমআই