নেই আমি আর
-সন্জিত তির্কী কাব্যিক
আসব না হয়ত আর কোন দিন
তোমাদের হ্নদয় মাঝে।
কৃষ্ণচূড়ার মত জ্বলে ওঠা সেই রঙ
ঢেলে দিয়েছি সেই রাস্তার মাঝখানে।
নেই আমি আর তোমাদের মাঝে।
রাস্তার কিছু উঁই পোকা
কেড়ে নিয়েছে আমার প্রাণ।
কেড়ে নিয়েছে আমার রঙিন স্বপ্নগুলো।
নেই আমি আর তোমাদের মাঝে।
মা 'র একটা স্বপ্ন ছিল-
রাঙিয়ে তুলবে এই পরিবারকে।
প্রদীপের মতো জ্বলে ওঠা সেই স্বপ্ন
অজানা বাতাসে প্রদীপ শিখা নিভে যায়।
পড়ে থাকে সেই সলতার কালিমাটুকু।
অভিমানের পাশে বসে থাকা কালিমা
জীবনের একটা কবিতা।
গন্ধহীন পুষ্পের মতো এই দেহ
অগ্নি শিখায় চিতায় করেছে ভস্ম।
ভেসে যায় স্বপ্নগুলো নদীর স্রোতে
নেই আমি আর তোমাদের মাঝে।
বড়ই সার্থক ভাবে বেঁচে আছি ওপারে।